Google search engine

আজ জনপ্রিয় নির্মাতা হাবিবুর রহমান অন্তর এর জন্মদিন

বাংলাদেশের ফিল্ম মেকার  অঙ্গনের প্রতিশ্রুতিশীল তরুণ নির্মাতা হাবিবুর রহমান অন্তর -এর আজ (৪ নভেম্বর, মঙ্গলবার) জন্মদিন।বরিশালে সবুজ শ্যামল প্রাকৃতিক এক নিবিড় পরিবেশে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এই জনপ্রিয় নির্মাতা।ছাত্রজীবনে ভারতের ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন এবং তিনি ছাত্রজীবন থেকেই ফিল্ম নির্মাণের প্রতি বিশাল জ্ঞান অর্জন করেন।

বড় পর্দায় নিয়মিত ব্যস্ত এই জনপ্রিয় নির্মাতা সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরি মনির রোজ শাওয়ারজেলের বিজ্ঞাপনের মধ্য দিয়ে কাজ শেষ করেন।

বর্তমানে তিনি কাজ করছেন তাঁর নতুন শর্ট ফিল্ম ” Lost Flames “এবং ”কথা চক্র ’’ নিয়ে। একঝাঁক জনপ্রিয় উদীয়মান তারকা শিল্পীকে নিয়ে নির্মিত এই গল্পে রয়েছে সম্পর্ক, টানাপোড়ন,বিচ্ছেদ ও আবেগের রঙে বোনা বাস্তব জীবনের কাহিনি।

নির্মাতা হাবিবুর রহমান অন্তর আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই ফিল্ম দর্শকের মনে ছুঁয়ে যাবে, কারণ এতে বাস্তব জীবনের খুব কাছাকাছি গল্প বলা হয়েছে।”

নিজের জন্মদিনে কৃতজ্ঞতা জানিয়ে নির্মাতা হাবিবুর বলেন,
“দর্শকের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি সব সময় মনে করি যে,আমি আমার কাজকে বিশ্বাস করি এবং ভালো কাজের মাধ্যমেই আমি এগিয়ে যেতে চাই। সবাই দোয়া করবেন যেন আরও ভালো কাজের মাধ্যমে তাদের ভালোবাসার প্রতিদান দিতে পারি।”

FameFeed original

ব্যক্তিজীবনে লাকী লিনাকে ভালোবেসে বিয়ে করেছেন হাবিব।তার স্ত্রী লিনা বলেন আমি হাবিব কে খুব কাছ থেকেই দেখেছি যে,মানবিকতা, বিনয়, সততা এসব গুণ তাকে ফিল্ম কালচারের বাইরেও মানুষের কাছে প্রিয় করেছে।

নির্মাতার জন্মদিন কে ঘিরে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরি মনি জানান যে,আমি হাবিব ভাইয়ের সাথে এর আগে কাজ করেছি।তিনার কাজ অন্যান্য নির্মাতার থেকেও ডিফারেন্ট আর তিনি চ্যালেঞ্জ নিয়ে ডিফারেন্ট কিছু করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।হাবিব ভাইয়ের কাজ একবারেই স্মুথ এ জন্যই তার কাজ আমার ভালো লাগে।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শেখ সালমান বলেন,আপনার জনপ্রিয়তা এপার বাঙলা, ওপার বাঙলা দুই বাঙলায় সমানতালে জনপ্রিয়তা বেড়েই চলেছে। আপনার জ্ঞান, প্রেরণা ও দিকনির্দেশনা তরুণ প্রজন্মকে নতুন কিছু শেখার অনুপ্রেরণা যোগায়।দেশের জন্য, দেশের মানুষের জন্য এখনো অনেক কিছুই দেওয়ার বাকি আছে। আপনার পরিশ্রম এবং ধৈর্যশক্তিই একদিন এগিয়ে নিয়ে যাবে বহুদূর থেকে বহুদূর।

জন্মদিন উপলক্ষে রাশেদ খান এক শুভেচ্ছা বার্তায় জানান যে,আপনার সামাজিক দায়িত্ব পালনে অসহায় রোগীদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া , ও বিশেষ চাহিদাযুক্ত শিশুদের জন্য খাবার খাওয়ানো এটা এক ধরনের উদার মানবিক সেবা বলে মনে করি,যা থেকে আমরা প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করছি।

এছাড়াও এই প্রতিশ্রুতিশীল নির্মাতার জন্মদিনে সহকর্মী, শিল্পী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। অনেকেই জানিয়েছেন, হাবিবুর রহমান হাবিব তাঁর নিষ্ঠা, সৃজনশীলতা ও গল্প বলার দুই বাঙলায় ইতিমধ্যেই তরুণ নির্মাতাদের মধ্যে একটি বিশেষ অবস্থান তৈরি করেছেন।

বর্তমানে নির্মাতা ‘Lost ফ্লামেস’ এবং ‘কথা চক্র’ ছাড়াও আরও কয়েকটি নতুন প্রজেক্টের প্রস্তুতি নিচ্ছেন, যেগুলো শিগগিরই দর্শকদের সামনে আসবে।

(শেখ সালমান)

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here