Google search engine

‘দম’ সিনেমায় জনপ্রিয় তিন তারকা, পালকিতে এসে দম এ যোগ দিলেন পূজা চেরি।

ইতোমধ্যেই দম সিনেমায় নাম লেখালেন ঢালিউড পাড়ার জনপ্রিয় তিন তারকা। তারা হলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, আফরান নিশো ও পূজা চেরি।এরইমধ্যে দম সিনেমায় চুক্তি সম্পন্ন করেছেন এই তিন তারকা।

কিন্তু মজার বিষয় হলো হঠাৎ মঞ্চে একটি পালকি এল—‘দম’ সিনেমার মহরতে নাটকীয় এক মুহূর্তে। ভেতরে কে আছেন—সবাই দম নিয়ে আলোচনা করছিলেন। দম সিনেমায় দম নিয়েই পালকির দরজার পর্দা সরালেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো।

আজ সন্ধ্যায় ঢাকার গুলশান শুটিং ক্লাবে ‘দম’ সিনেমার মহরতে অভিনেতা আফরান নিশোর নায়িকা হিসেবে পূজা চেরির নাম ঘোষণা করা হয়।

পালকি থেকে বেরিয়ে এলেন অভিনেত্রী পূজা চেরি

এরপর মাইক্রোফোন হাতে নিয়ে একটু দম নিয়ে পূজা বলেন, ‘আমি অনেক কথা গুছিয়ে এনেছিলাম; কিন্তু সবাইকে দেখে ভুলে গেছি। ঢালিউডের সুপার স্টার শাকিব ভাই আমাকে কল দিয়ে বলেন যে, পূজা তোমাকে রনি ভাই কল দিবে একটা কাজের বিষয়ে তুমি একটু কথা বলে নিও।সেই থেকে আমি অপেক্ষা করেই যাচ্ছি যে কখন, কবে রনি ভাই কল দিবে। ফাইনালি রনি ভাই কল দিয়েছেন এবং বলেছেন পূজা তুমি দমের জন্য রেডি হও।আমি তো আনন্দে খুব খুব এক্সাইটেড ছিলাম।

এমন ভারী একটি চরিত্রে আমাকে নির্বাচন করার জন্য শাহরিয়ার শাকিল ভাই ও রেদওয়ান রনি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এমন না যে আমি খুব সহজেই কাজটিতে যুক্ত হয়েছি। এর জন্য আমাকে অডিশন দিতে হয়েছে। অনেক কাঠখড় পুড়িয়ে নির্বাচিত হয়েছি।

সিনেমাটি পরিচালনা করছেন রেদওয়ান রনি। প্রথমবারের মতো তাঁর সঙ্গে কাজ করছেন আফরান নিশো, বিপরীতে পূজা চেরি। চঞ্চল চৌধুরী তো রয়েছেনই।

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন যে,আমাদের দেশের সিনেমার গল্প, এক্টিং,অভিনেতা, অভিনেত্রী, এমন কি নির্মাতারাও ওপার বাংলার দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছেন। তারা খুব এনজয় করেই আমাদের মুভি গুলো দেখেন এবং প্রশংসা করেন।দুই বাংলার দর্শকদের জন্য আমার ভালোবাসা সব সময় থাকবে এমন টাই বলেন এ অভিনেতা।

‘দম’ সিনেমার নায়ক আফরান নিশো বলেন যে, দম সিনেমার গল্প আমি শুনেছি।গল্প শুনে আমার কাছে মনে হয়েছে আগে-পরে এমন গল্পে কাজ করা হয়নি কখনো। অত্যন্ত সুন্দর একটা গল্প যা নতুন ইতিহাস গড়তে সক্ষম হবো বলে মনে করি।এছাড়াও নির্মাতা রেদোয়ান রনি ভাইয়ের সাথে এই প্রথম কোনো সিনেমার গল্পে কাজ করা হবে।আমি খুবই আনন্দিত, তার জন্য নির্মাতা রেদোয়ান রনি ভাই এবং দম সিনেমার টিমের সদস্যদের কে ধন্যবাদ জানাই।

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ, আলফা-আই, এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি।
এর আগে সেপ্টেম্বরে কাজাখস্তান ঘুরে এসেছে ‘দম’ টিম, এছাড়াও সৌদি আরব সহ মিডেল স্টেটের বেশ কয়েকটি দেশে সিনেমাটির শুটিং হওয়ার কথা রয়েছে।

সিনেমার মহরতের এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ‘দম’ নির্মাতা রেদওয়ান রনি, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকসহ আরও অনেকে ছিলেন।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here