যে মুভি দেখতে ন্যাড়া হতে হবে দর্শকদের? বাগোনিয়া (Bugonia)
এমা স্টোন অভিনীত সায়েন্স ফিকশন কমেডি ফিল্ম বাগোনিয়া–এর বিশেষ প্রদর্শনীতে প্রবেশাধিকার পেলেন কেবল ন্যাড়া মাথার দর্শকরাই।

লস অ্যাঞ্জেলেসে সোমবার রাতে অদ্ভুত এক শর্তে অনুষ্ঠিত হলো এমা স্টোন অভিনীত সায়েন্স ফিকশন কমেডি ফিল্ম বাগোনিয়া–এর বিশেষ প্রদর্শনী। তবে সেখানে যে সকল দর্শকেরা টাক করেছেন কেবল তারাই প্রবেশাধিকারের অনুমতি পেয়েছেন।
চলচ্চিত্রটির পরিবেশক ফোকাস ফিচারস ঘোষণা দেয়,যে সকল সিনেমা প্রেমি দর্শক সিনেমাটি আগেভাগে দেখতে চান, তাদের মাথা ন্যাড়া হতে হবে। যারা প্রিয় তারকা এমা স্টোন ও পরিচালক ইয়োরগোস ল্যান্থিমোসের নতুন কাজটি দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি, সে সকল ভক্ত অনুরাগী ‘বাগোনিয়া’ দেখতে লস অ্যাঞ্জেলেসে টাক মাথায় ভিড় জমায়।
অস্কারজয়ী এমা স্টোন ও গ্রিক নির্মাতা ইয়োরগোস ল্যান্থিমোস এর আগেও একসঙ্গে কাজ করেছেন পুওর থিংস এবং দ্য ফেভারিট–এর মতো প্রশংসিত চলচ্চিত্রে। এবার তারা ফিরেছেন নতুন চলচ্চিত্র বাগোনিয়া নিয়ে, যা আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের সীমিত কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবং ৩১ অক্টোবর সারাদেশে প্রদর্শিত হবে।

বাগোনিয়া ছবিতে এমা স্টোন অভিনয় করেছেন এক প্রভাবশালী ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রধান নির্বাহী মিশেল ফুলারের চরিত্রে, যাকে অপহরণ করে দুই ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসী চাচাতো ভাই। তারা মনে করে, ফুলার আসলে একজন ভিনগ্রহবাসী—আর সেই কারণেই ছবিতে তার মাথা ন্যাড়া করে ফেলা হয়।
প্রদর্শনীর স্থানে রাখা হয়েছিল একটি অস্থায়ী নরসুন্দর ঘর। সেখানে দাঁড়িয়েই মাথা মুড়িয়ে সিনেমা হলে প্রবেশ করেন দর্শকরা।
লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা মাইকেল জ্যাক্স বলেন, আমি আগেই ভাবছিলাম মাথা কামাবো। পরে যখন দেখি ‘বাগোনিয়া’ দেখতে গেলে মাথা ন্যাড়া করতে হবে, তখন ভাবলাম—এক ঢিলে দুই পাখি। আগেভাগে সিনেমা দেখাও হলো, আবার ফ্রি ন্যাড়া করারও সুযোগ পেলাম!
নিউইয়র্ক শহরের ২৮ বছর বয়সী ক্যাথরিন শ্যাম বলেন, এটা যেন এক ধরনের ভিন্ন ধর্মী অভিজ্ঞতা। এমা স্টোন যেমনটা করেছেন, আমিও তাই করলাম। এতে গল্পের সঙ্গে এক ধরনের যোগসূত্র তৈরি হলো।
আরেক দর্শক ৩৬ বছর বয়সী রিচার্ড চং হাসতে হাসতে বলেন, আমি ল্যান্থিমোসের সিনেমার বড় ভক্ত। আমার বন্ধুরা আমার বোল কাট চুল একদম পছন্দ করত না, আমার স্ত্রীও না। তাই ভাবলাম—এই সুযোগে সবাইকে খুশি করি!
অদ্ভুত এই প্রচারণা কার্যক্রম ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকে বলছেন, বাগোনিয়া মুক্তির আগেই এটি যেন দর্শকদের মাথা ঘুরিয়ে দিয়েছে।
‘বাগোনিয়া’ সিনেমাটি ব্যবসাসফল মুভি হবে বলে মনে করছেন নির্মাতা ইয়োরগোস।


















