৬০ বছরে পা দিলেন শাহরুখ খান কিন্তু জন্মদিনে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন কিং খান

0
53
Google search engine

৬০ বছরে পা দিলেন শাহরুখ খান কিন্তু জন্মদিনে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন কিং খান

৬০ বছরে পা দিলেন বলিউড বাদশা শাহরুখ খান।২ নভেম্বর বলিউড তারকাদের জন্য এক আনন্দের দিন কারণ এ দিনেই বলিউড বাদশা পৃথিবীর আলো দেখেন। ১৯৬৫ সালে ২ নভেম্বর দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারেই জন্ম নেন শাহরুখ খান । জীবন গড়ার তাগিদে দিল্লি থেকে এসেছিলেন মুম্বাইয়ে -ব্যাগে ছিল সামান্য কাপড়, দুচোখ ভরা স্বপ্ন আর মায়ের একটি ছবি। সেই তরুণ আজকে হয়ে উঠেছেন বলিউডের সবচেয়ে বড় তারকাদের একজন। শাহরুখ আজ শুধু চলচ্চিত্র ব্যক্তিত্ব নন,তিনি কারও আইডল,কারও প্রেরণা, কারও গুরু আবার কারও প্রিয় অভিনেতা।

কিন্তু ৬০তম জন্মদিনে সন্ধ্যার মুহূর্তে হঠাৎই ভক্তদের কাছে ক্ষমা চাইলেন বলিউড বাদশা শাহরুখ খান। নিজের বাসভবন ‘মান্নত’র সামনে দাঁড়িয়ে থাকা অগণিত ভক্তদের সঙ্গে দেখা করতে না পারায় তাদের কাছে ক্ষমা চান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় টুইটারে শাহরুখ খান জানান, গতবছরের মতো এবারও বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অগণিত ভক্তদের সঙ্গে দেখা করতে পারবেন না তিনি।মূলত মান্নত এর বাড়ি মেরামতের কাজ চলছে যার জন্য আলিবাগের এক রিসোর্টে থেকেই সময় কাটাচ্ছেন কিং খান।এছাড়াও নিরাপত্তা ও কোলাহল ইস্যুতে এমন সিদ্ধান্ত নিয়েছেন সেটি স্পষ্ট করে ভক্তদের ‘মান্নত’র সামনে ভিড় না জমাতে অনুরোধ করেন।

শাহরুখ বলেন,

প্রশাসনের পরামর্শ মেনে আমি বাইরে বেরোতে পারবো না। যে অসাধারণ মানুষেরা আমার জন্য অপেক্ষা করছেন, তাদের শুভেচ্ছাও জানাতে পারবো না। আপনাদের সকলের কাছে আমি গভীরভাবে ক্ষমাপ্রার্থী। কিন্তু এত ভিড় নিয়ন্ত্রণ করতে এবং নিরাপত্তার জন্যই আমাকে এমন পরামর্শ দেয়া হয়েছে।

 ভক্তদের ভালোবাসায় বিশ্বাস রেখে কিং খান আরও লেখেন,

আমাকে বোঝার জন্য এবং আমার উপর বিশ্বাস রাখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আমাকে দেখতে পেলেন না। আমারও আপনাদের দেখতে না পেয়ে খারাপ লাগছে। আপনাদের সকলের সঙ্গে দেখা করার জন্য আমিও অপেক্ষা করে ছিলাম। ভেবেছিলাম, আপনাদের সঙ্গে ভালোবাসা ভাগ করে নেবো আজ। আপনাদের সত্যিই খুব ভালোবাসি।

জন্মদিনে অভিনেতার বন্ধু কোরিওগ্রাফার ফারাহ খান লিখেছেন, “শুভ জন্মদিন রাজা,আরও ১০০ বছর রাজত্ব করুন “।

পশ্চিম্বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, আমার ভাই শাহরুখ খান কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তুমি তোমার অসাধারণ প্রতিভা এবং কারিশমা দিয়ে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করতে থাকো।

এছাড়াও হলিউডের জনপ্রিয় অভিনেতা জন সিনাও কিং খানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে অভিনেতার জন্মদিনেই প্রকাশ পেয়েছে তার অভিনীত নতুন সিনেমার টিজার ‘কিং’। এ সিনেমায় আবারও ৯০ দশকের শক্তি নিয়ে পর্দায় শক্তিমান হয়ে উঠেছেন শাহরুখ।আর মেয়ের সঙ্গেও কিং ছবির প্রথম টিজার প্রকাশিত হয়েছে আজ। আশা করা হচ্ছে, ২০২৬ সালেই বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘কিং’।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here